পাড়া-মহল্লার কেউ দোকান বন্ধের নির্দেশনা মানছে না
করোনা ভাইরাসের কারণে দুপুর দুইটার পর থেকে বন্ধ রাখার নির্দেশনা মানছে না রাজধানীর পাড়া মহল্লার দোকান মালিকরা। অনেকে আবার তথ্য না জানারও অজুহাত দেন।
দোকান খোলা রাখার ছবি নিতে গেলে ক্যামেরা দেখে অনেকেই আবার দোকান বন্ধ করে দেন।
এক দোকানি বলেন, আমি সবই মানি। কিন্ত কি করবো ভাই আমি নিরুপায়।
রাজধানীর শেওড়াপাড়ার একটি মহল্লার চিত্র এটি। ঢাকা মহানগর পুলিশের দেয়া নির্দেশনা অনুযায়ী সকাল ছয়টা থেকে দুপুর দু'টা পর্যন্ত দোকান খোলার নির্দেশনা থাকলেও এই এলাকার অনেক দোকানি এ নির্দেশনার বিষয়ে কিছুই জানেন না।
একজন বলেন, দোকান বন্ধে বিষয়ে কেউ কোন কিছু বলেনি। মাইকিং ও করেনি।
আরেকজন বলেন, আমাদের মালিক ৫টা পর্যন্ত খোলা রাখতে বলেছে।
কোভিড-১৯ এর জন্য রাজধানীর যে কয়টি এলাকা ঝুঁকিপূর্ণ তার মধ্যে অন্যতম এই মিরপুর এলাকা। তবে এখানেই দেখা মিলেছে সবচেয়ে বেশি অসচেতনতার। খাবার হোটেল থেকে শুরু করে খোলা রয়েছে সেলুনও।